1. শিরক করা।
  2. কুফরী করা।
  3. নেফাকী বা মুনাফেকীর আশ্রয় নেয়া।
  4. বিদয়াত করা।
  5. পিতা মাতার অবাধ্য হওা।
  6. পিতা মাতাকে অভিশাপ দেওয়া।
  7. অন্যায় ভাবে কাওকে হত্যা করা।
  8. মুসলিমকে কাফির বলে গালী দেওা।
  9. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা
  10. এতীমের সম্পদ আত্মসাৎ করা।
  11. ঋণ পরিশোধ না করা।
  12. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া।
  13. যাকাত আদায় না করা।
  14. যাদু টোনা করা।
  15. মিথ্যা কথা বলা।
  16. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা।
  17. হারাম খাদ্য ও পনীয় গ্রহণ করা।
  18. আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া।
  19. গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা।
  20. জুলুম-অত্যাচার করা।
  21. মালিকের নিকট থেকে কৃতদাসের পলায়ন।
  22. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকা।
  23. তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো।
  24. নিজের পিতা জানা সত্বেও অন্যকে পিতা বলে দাবী করা।
  25. বদ মেজাজ ও অহংকার করা।
  26. ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা।
  27. অঙ্গীকার পূরণ না করা।
  28. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা।
  29. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া।
  30. সাহাবীদের গালিগালাজ করা।
আজ এ পর্যন্ত আগামি পর্বে বাকী গুলো আলচনা করা হবে ইংশা আল্লাহ।